কেন আমায় আটকে রাখো অন্ধকারে বন্ধঘরে
এখন আমায় দাও ছেঁড়ে দাও, বাইরে যাবো
বাইরে যাবো আকাশ হবো উদয় তারা ফুলের বাগান
যুবক ছেলের হতাশ আগুন শুধরে দেবো
শুধরে দেবো সেই তরুণীর কষ্টগুলো তুষের আগুন
আসুক ফিরে
বাপের মায়ের চোখের ভাষা সুস্থজীবন।


আমায় কেন আটকে রাখো বলতে পারো?
এই জীবনে কাব্য ছিল ভাষ্য ছিল সোজা শাপটা
আমার তোমার সবার ন্যায্য পাওনাগুলো
সাম্যবাদের দৃষ্টি দিয়ে দেখতে যদি
দেখতে যদি কৃষক যারা ফলায় ফসল সারাবছর
তাদের বুকের যন্ত্রণাটা
কাঠফাটা রোদ মাথায় করে আমার দেশের মজুর যুবা ওই যে দ্যাখো দেশ গড়ে যায় স্বার্থ  ছাড়া।


কেন আমি আটকে আছি
কেন আমার প্রকাশ হবার নিস্কৃতি নাই
আমার কেন বিস্তৃতি নাই, এই এতোকাল স্বীকৃতি নাই
তাহলে কী সংস্কৃতি পাল্টে গেছে ??
পাল্টে গেছে সত সততার প্রকৃতিটুক
ফুলের মতো ফুটে ওটার সঠিক ধারা ??


এবার আমার বাঁধ খুলে যাক শ্রান্ত চিবুক ছুঁয়ে এবার
কণ্ঠ সাধি
কামার কুমার জেলে তাঁতি শিক্ষিতজন, সবাই জানুক আমার সুরের অপূর্বতা
এই দেশেরই সকল কবির কাব্য কথা
আটকিয়ে আর বাঁধ সেধো না প্রকাশ করো, প্রকাশ করো।
********************************************
টুঙ্গিপাড়া,