আমার মতো দোষ আছে তো বন্ধু তোমার
পত্র লেখা ছেঁড়েই দিছো কবে কখন
হোত দেখা অলস দুপুর বিকেল কিংবা সন্ধ্যাকালে
বুক চিতিয়ে মুখ ভাসিয়ে লোক হাসিয়ে
হট্টরোলে কাটিয়ে খানিক
তারপরেও লিখতে চিঠি অমল ধবল
কই সে গেলো সময় তোমার??


মানিক জোড়া হতাম দু'জন গ্রন্থাগারে
কার কবিতা লাগলো ভালো, কোন সে নামে
কোন সে বইয়ের পাতায় ভারী সত্য লেখা
চিরস্থায়ী মনের কোণে দাগ কেটে যায়
কার কবিতার ছায়ায় বসে যায় সে লেখা
বন্ধু তোমায় পত্রখানা।


আবুল হাসান লাগতো ভালো
রুদ্র শহিদ,শামসুল হক, অপর কবি জলের মধ্যে আগুন জ্বালায় প্রেমের ছোঁয়ায়
ঘুম ছাড়া সেই স্বপ্ন বিকেল আর ফেরে না
আর ফেরে না প্রভাত বেলা কাব্যমুখর
ফিরবে কিনা তাও জানিনা আর ভাবি না
আর লিখি না চিত্র চিঠি
বন্ধুহীনে শোক বিহানে কাব্য লিখে কেমন সুখী
কেমন দুঃখী কেমনতর ভাষায় আছি-------


আমার মতো দোষ আছে তো বন্ধু তোমার !
_________________________
তাং ০২/০৭/২০