এখনো হাঁটি, বাইরে ঘুটঘুটে অন্ধকার
অস্বচ্ছল আলোয় দেখিনা পথ
তবু আমি চাইনা দরদালান সুখ হেরিটেজ
পৃথিবীর জটিল বাগানে চরাতে চাই ফাগুন বাতাস
এমন ভুগোলে বাঁচতেও চাই
যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, যেখানে বাড়ানো যায় ভরসার হাত


এখনো জেগে থাকি, ভাবছি কেউ একজন জেগে আছে
কতদূরে আলোর ঝলকানি ?
না এলেও ক্ষীণতর রেখা ধরে এগোবো আগামী
পিছপা হবো না ভেসে যাবো, চোখের অদূরে নদী--


ঠিকানাটা হৃদয়ে ছিলো, জামার ভেতরে নয়
মন আর মালঞ্চ লতা নয় ধীরে ধীরে তারও আছে ক্ষয়
তবুও সঠিক ঠিকানায় পৌঁছে যেতে চাই
নদীও যেমন সাগরে পৌঁছায়।
******************************
টুঙ্গিপাড়া, ০৮/০২/২২ইং