পৌঁছে দেবো তোমার কাছে দাবীর মিছিল
খণ্ডকালীন যন্ত্রণাটা মুছতে হবে। আর কিছু না
তুমি কেবল তোমার ভেতর মোহন বাঁশি জাগিয়ে রেখো
কে দাঁড়ালো গোলাপ হাতে সেদিক দিও একটু নজর।


জীবন নামের পাঠশালাতে এ বসবাস কম হলো না
সন্ধ্যা-সকাল আঁধার-আলো কম এলো না
কল্পনাতে তোমার কাছে রোজই পাঠাই
সাঁঝের পাখির রাতের শেষের করুন চিঠি--


যাবার পথে ক্ষেত ফসলের মধুমতি কূলপ্লাবী
সন্ধ্যাবাজার,চায়ের দোকান ঘুপচি গলি হাত ইশারায়
রোজ ডেকে যায়, তা কি তুমি জানতে পারো, মানতে পারো, অজানা এক শঙ্কা চলে বুকের ভেতর ?


আজ অবেলা, তোমার কাছে পৌঁছাবো প্রেম
যন্ত্রণা আর ক্ষুধার জ্বালা মনের পীড়ন, সত্যি তুমি ভালোবেসো, আকাশ দেখো রোদের কুসুম
আর পাঠাবো সকল ব্যথার সব অবসান, চরম হাসি।