ভরসার হাতে হেঁটে যাওয়া দীর্ঘ পথে- একদিন পেছন থেকে সঠকে পড়লো শয়তান, সে আগে মানুষ ছিলো
তার মধ্যে কুয়াশা ছিলো, অথৈ জল......


কান্না মুছে দিতে গোপনে মুছতো যে চোখ- সন্ধ্যা তারার মতো উধাও হলো, কারো ব্যথায় ব্যথিত হতো,
গায়ের রক্ত দিতো, দৃঢ় মনোবল......


ক্ষুধার নিবৃত্তিতে যার দিনান্ত শ্রম আর নিষ্ঠা ছিলো, ছিলো মানুষের প্রেম চোখ-- সে হাত অলস্যে উঠলো ভরে, দেখলো স্বার্থ, দেশনায়ক হলো খল.....


মেঘে মেঘে আকাশ বিদীর্ণ করে ধানক্ষেতে তুমুল বৃষ্টি
ছিলো বর্ষার রূপ-- জলহীন রুক্ষ মাটির কিনারে আজ ধুলোর আস্তরণ, বিরূপ হাওয়া, যুদ্ধে ক্লান্ত নাগরিক, নিশ্চল...


কাঙ্ক্ষিত নয় এমন যাপন!  নিদ্রার ওপারে এসে জড়ো হোক দৃশ্যের আসল স্বপন, প্রাণোচ্ছল.......
_________________________
টুঙ্গিপাড়া,