বলেছিলে,
শুধু রাত নয় দিন নয় আঁধার আর আলো নয়
আকাশ নয় পাতাল নয় বাতাস আর অগ্নি নয়
সবকিছু ভালোবাসাময়.........


নিশ্চিন্ত হতে হতে পেরোলো ফেরারি সময়।


তারপর কবে কোন কুহেলির অন্ধকারে
পায়রার উড়ল শব্দে গীতল শরীরে নামে হতাশার ভোর ; কান্নার বেদীতে নামে ক্ষুধার্ত পৃথিবী।
ছুঁয়ে যাওয়া ইচ্ছে গুলি যত্নের বেদীমূলে
কিছুমাত্র দেয় অবকাশ।
তবু মনে মনে
রোজ ফুল দেই, স্নেহ দেই অথচ বিষণ্ণ মলিন বেশ
যেন কোন বেদনার অতলান্তে
ভাসিয়ে নিজেকে, কোথায় চলে যাই.....
নিজেও জানি না।


শব্দহীন বিবর্ণ বেদনায় কুঁকড়ে যাই
সত্যিই তো পৃথিবীর সব পেয়েও কিছুই পাই নাই
নিরন্তর  যন্ত্রণা ছাড়া।
**************************************
টুঙ্গিপাড়া,