১)
প্রেম কোন সীমান্ত নয়
পাখির ডানায় করে উড়ে চলা অনেকটা দূর
ধুপ ধুনো দিয়ে পোষবার নয়
দুই চোখ অপরূপ দেখার সময়
ওই দূর নীলিমার আকর্ষণ সুর
তাহার গালের তিল কপালে সিঁদুর।


২)
কাকে বলে প্রেম!
তাই তো বুঝিনি এতকাল
শুধু বুঝেছি বাবা নামের মানুষটা বাড়ায় আঙুল
কখনো ঝরুক অশ্রু
মা কখনো চায়নি একচুল
ঘরের দাওয়ায় বসে ঝিমোনো আরো একজন
খুব ভালোবেসে স্নেহ আদরে
কাছে টেনে নেয় যে, যে  জন
দাদু, ঠাকুর'মা বলে ডাকতে পেরেছে কয়জন ??


৩)
কেউ ছুঁয়ে যেতে পারে মন
কেউ অনন্য অনুভবে
সব কিছু এলোমেলো হয়ে যায়
যখন বিবেক মাতে দেহের উৎসবে।


৪)
বহুদিন এই ভাবি, প্রেম সে কি এমনই হয়!
যাকে দেখিনি কখনো, চায়না দেখতে মন
সে জানেনা আমায়, চেনেনা কখনো
হৃদয়ের ভালোবাসাটা কেবল তার জন্যই হয়।
*****************************************
টুঙ্গিপাড়া,