কার কাছে যাবো
কোনখানে দাঁড়াবো আজ!
পাথর হয়ে যাচ্ছে ভেতরের সাজ
নদীর থেকে প্রিয় আজ রমণী শরীর
চা খোর মোদো মাতাল অস্থির অধীর।


রাতের আঁধারে হাঁটে অসুখের হাট
এ কি তবে বেদনা মলিন সময়ের বিভ্রাট ?


চাঁদের চেয়ে প্রিয় আজ জলসার আঁধার
ভাষার থেকে প্রিয় আজ আওয়াজ কান্নার
ভালোবাসা হতে প্রিয় লোভের পাহাড়
কার কাছে রাখি এই দুঃখের ভার ?


সুবোধ সাহসে ফুল এখনো ফুটাই
এখনো পথের গানে এখনো আঁখির ধ্যানে
দুইহাতে পৃথিবীর জঞ্জাল হটাই।
*************************************
টুঙ্গিপাড়া,