শেষ রাতে এসেছিল সে
জানলায় মুখ রেখে বাড়িয়ে দু'হাত
আলনার কাপড় চোপড় বহুদামে কেনা ইজ্জত
নিয়ে গেলো অচেনার বেশে
কী দামে বিকোবে শেষে ?
সেই ই জানে.....


অধরা ঠোঁটে মিশে থাকা মায়াগুলি
লহমায় লুটে
অসুখী দেহ পর্বতে এসে
যদি লাগে দোলা
ভোরের পাখির গান দেহ মন শিহরণ
কখনো কী যায়রে ভোলা ?
মনই টানে।


রাত শেষে ভোরের আলোয়
শীষ দিয়ে যায়রে দোয়েল
স্নানে আনি সুখের বাহার বহু বিচিত্রতার
বহু প্রতীক্ষার অধিকার আনে।


তবু কেন আঁধারেই হারালে পাষাণ
গোপনে হৃদয়ে ফুটে
বলো ভালোবাসি একবার এসে
দ্যাখো, সেই রাতশেষে অনাবিল চাষে
কারো কারো পৃথিবীটা ভরে গেছে
অদ্ভুত ঘ্রাণে!
★★★★★★★★★★★★★★★★★