কয়েকটা নদীর সাথে তোমাকে
কথা বলতে দেখেছিলাম
কথা বলতে দেখেছিলাম---- একটা গাংচিল
গওহরডাংগার ওপর দিয়ে উড়ে যায়
সরু ডানা ঝেড়ে, তার সাথে.......


আমাদের তা জানার কথা ছিলনা।


মধুমতী তীর ধরে বলেশ্বরের কাছে
তোমাদের সুর শুধু ঘুরে ফেরে
নবান্নের উৎসব রাগে।


তোমাদের আরক্ত পল্লবে
রক্ত সূ্র্যের তেজ ম্লান হয়ে যাবে
তোমাদের প্রেমে,অতুল বৈভবে


আমাদের তা জানবার কথা ছিলনা।


ফুল গুলো পৃথিবীর বাঁকে
ঝুলে থাকা সহস্র সম্ভ্রান্ত লোকে
হেটে যাবে অনাত্নীয়ের মত
তুমি কেন চুপি চুপি এসে
জানালায় মুচকি হেসে বারেক তাকাও
হে  পৃথিবীর নদী!
*****************************
রচনা  ১৯ -০৮ ১৯৯৪ ইং
সোনাডাংগা, খুলনা।