ভালোবাসতে চেয়েছিলাম কখনো
তাই আমি কতবার দেয়ালে দেয়ালে লিখেছি
প্রিয়শব্দ প্রিয়নাম
কতবার বুকের পকেটে রেখেছি চিরকুট
পরাণ কথন
কতবার আগলে রেখেছি অলিগলি রাজপথ
ডাকপিয়ন
শুধু প্রতীক্ষা আর কান্নায় অস্থির
শুকিয়ে ক্লান্ত হয় বকুল গোলাপ।


আজন্ম বসে আছি স্বপ্ন বিভোর
ওই চাঁদ বিলায় হলুদ রোদ
দূর বনে বাজে কার
মায়াবী বাঁশির সুর..........


এখন আর ফোটেনা রজনীগন্ধা, জুঁই বা চামেলি
মনের বাথানে তালা
চাইনা নষ্ট হতে হে নদী হে নারী
অমৃত স্বভাবে মগ্ন আমার সময়।