দামের আগুনে পুড়ছে পকেট পুড়ছে উদর সবার
মহাজন হাসে পাইকারী রেসে তারে নেই কেউ ক'বার
চিরদিন এই বাঁচা আর মরা চলছে তো চলবেই
গরীবের ঘাড়ে পাড়া দিয়ে ওরা ওপরে যে উঠবেই
তবু পথ চাই দুচোখ বাড়াই ভালোবেসে যাই দেশ
শ্রমে ও মেধায় মানুষ মানুষে প্রীতি প্রেমটাই শেষ।
________________________