বর্ষাদিনে কর্দমাক্ত পথে তোমার কাছে যেতে যেতে
দুর্দিনের আকাশ দেখতাম
কর্মহীন পকেটশুন্য কপর্দকহীন আমার সম্বলমাত্র একটি বাইসাইকেল, বকুল গাছে তালা মেরে রেখে হাঁটতে গিয়ে কতবার পা পিছলেছি,  মন চুরি করে গেছো বহুবার যেই পথে
সেই পথে আজ দামী গাড়ি হাকলেও
হাকে না সেই মন, পথ তাই আরো অধিক পিছল অধিক অন্ধকার। আকাশ যেন আরো দুর্দিনে ভরা।


শাপলা ফোটা বিল পার হয় যে সকাল, সেখানে কে যেন বসবাস করে। তাকেও মন দিতে গেলে তুমি মুচকি হাসলে।  কেন যে হাসলে?
সে ভুবন মোহিনী হাসি বিমুগ্ধ করে গেলো কৈশোর তারুণ্য। কদম ফোটা বর্ষায় তৃষিত হই আকর্ষিত ভূমির মতো। মন নিয়ে এখনো চড়ি মনের সাইকেলে তবু প্রবেশ করতে পারিনা।