ভালো লাগছে না ইদানিং,
নরম গদির রেসে বসে গেছে কবিতারা
উঠতেই চাইছে না মোটে।


জানতেই পারছিনা
এই ভাতঘুম ওরা কতোটা সময় জুড়ে নেবে।
কতোটা লেহন শেষে শব্দ বাক্য উপমায় ঝংকৃত হবে উর্বশী রমণীয় রূপে!


কেই বা জানে ?
কবে কোন সৌভাগ্যের হাটে
মলাটবন্দী কবিতারা কারো খুব নিকট হয়ে হয়ে
ফিরে যাবে ঘরে শেল্ফে পাঠে উপহারে-


দেখছি এখন
মেকী এই আতস বাজির আলোয় অদ্ভুত ধূপ ধুনো। মানুষ নামের মানুষেরা
অবলীলায় হত্যা করে বিশ্বাস, সামান্য  ভরসা
কী করে আস্থা আসবে কবিতায়?
পলেস্তারা খসেও যদি আসতো ফিরে ভেতরের এবড়ো থেবড়ো সৌন্দর্য
তবু তাতে অন্তত চোখের প্রলেপটা দিতে পারতাম!