টাকা নেই পয়সা নেই, তবুও বাজারে ভিড়
কী জামার দোকান, কী জুতোর দোকান
মুদি কিংবা দরকারি অন্যকিছু
মানুষে মানুষে বাজার অস্থির
ছুটছে মানুষ আনন্দের ঈদ, ঈদের পিছু।


কেউ বলে আছি অনাহারে, নেই কাপড় চোপড়
অথচ ঈদের খরচই তার হয়েছে প্রচুর
মাংস পোলাও খাওয়া দাওয়া বেড়ানো বাবদ
ছেলেমেয়ে জামাই বেয়াই শ্বশুর পর শ্বশুর বাড়ি
আহা! খরচ হয়েছে কাড়ি কাড়ি
তবুও মানুষ! তার হয় না হুশ
নাই নাই নাই বলতে বলতে বেহুশ!


গরীবও চায় সম্পদ, ধনশালী তার থেকে বেশী
জগতটাই চাই আর চাইয়ের ভেতর
কে জগতজোড়া সম্মানী আর কে হলো ইতর
টাকায় কে বলো বিদ্বেষী?


সব চাওয়া মানুষ, ঈদ কাকে বলে জানে ?
জানে কী মানুষ কাকে বলে?  মানুষের মানে ?