এই গ্রামে আজ আর রোদ আসেনি
প্রবল কুয়াশা ঢেকে আছে পথঘাট বাড়ির উঠোন
পাখিরাও মাতেনি সঙ্গমে
অথচ তুমুল বৃষ্টি নেই ক্ষয় নেই
দৃশ্যহীন প্রলয়ের মতন ওলটপালট হয় চোখের ফসল


তবু যদি এই গ্রামে মেঘ এসে দাঁড়ায় ক্ষণিক
ডেকে বলি ও'মেঘের মেয়ে, একটু থামো
ভিজিয়ে দাও এই আলুথালু কেশ
অন্তত শোকবই থাকুক দূরে, হতাশার ট্রেনখানা যায় চলে যাক


এই গ্রামে সাহসী যুবক নেই তাড়াবে আঁধার
নিরাশার চাষী ভরা
আমার তো নিজস্ব আশা নেই ভাষা নেই কলুষিত মন
ভরা জোছনায় এখনো দেখিনা সময়ের চাঁদ


কেন যে ভেড়ে না আজো প্রসন্ন ট্রেন,ওঠেনা পূর্নিমা চাঁদ
গ্রাম থেকে গ্রামে ?
অন্তত রোদ ঝকমিত আলো তো আসুক থেমে থেমে।
_______________________________________