তোমার শহরে গোলাগুলি আর বৃষ্টির ধারা চলে
আমার শহরে রোদ,
আমার শহরে শ্রমজীবী বাঁচে শ্রমে
তোমার শহরে টানাটানি ঘামে যমে
বুঝতেই পারি, এ পৃথিবীতে বাঁচা দায়
বলতে কী পারো নির্মল আলো বায়ু জল ভূমি
কোন গ্রহে পাওয়া যায়?


প্রশ্ন সবার
মানুষ কেন মাতে বারেবার, যুদ্ধ যুদ্ধ খেলায়
কোন বাড়া ভাতে ছাই উড়ালো ইউক্রেন রাশিয়ায়?
আমার দেশেতে তেল চাল আটা নিত্য জিনিসপাতি
আকাশ সমান দামেতে চড়া
গরীবে গরীব, ধনীলোক আরো ধনী হয় রাতারাতি।


মানুষই মানুষ যুগে যুগে মারে, মানবতা মারে রোজ
কই নিলে না তো তুমি একবারও এসে মানবতাবাদী খোঁজ!
উঁচু গলাবাজি লম্ফ ঝম্ফ সবকিছু দেখলাম
এক জনমেই বহুকিছু শিখলাম
শহর থেকে শহরে নগরে গাঁও গ্রাম নদীসহ
তোমার শহরে চলছে যুদ্ধ খেলা
আমরাও জ্বলি, জ্বালাতে আমাদের করছে না অবহেলা।