কিছু কিছু পোষা পাখি আছে
তাদের আছে একটা প্রচ্ছন্ন সীমানা
তবে তোমাদের মনের ঠিকানা জানবো না আমি
জানবো না সীমানাও
মেঘের সীমানা মেঘে, কখনো ভেসে চলে, কখনো ঝরে
স্বাধীন পাখিদের সীমানা নেই উড়ে চলে অসীম আকাশে।


ফুলকে দংশিত ভ্রমর, তার ও গান আছে
কান্না আছে, ফুলের কোন সীমানা নেই।


মনুষ্য জাতি ইতিহাস কুঁরে কুঁরে
নিজেরে জাহির করবার প্রয়োজনে
সর্বস্ব হারিয়ে নিঃস্ব হবার ভয়ে
সীমানা তোলে প্রকৃতির বুকে।


মানুষের কান্নার আওয়াজ যায় কি সীমানা ছাড়িয়ে ?
কাঁদে কেন কষ্টরা ক্ষুধার সন্তাপে !?
সীমানাহীন দুঃখের নদী কেন সাঁতরে পাড়ি দেয়
আগুন মানুষ ! এখানে সীমানা নেই  !?


আমার তো সীমানাহীন মন
ওই সুদূরের গান গাই
সীমানা ছাড়িয়ে...
আমার তো ছুটে চলা মন
সাগর মরু সমতলে
পা দু'খান বাড়িয়ে
পাখিদের আনন্দ মাখি গায়।


কেন ! কেন তা সত্যিকারে সম্ভব নয়  !!??