প্রতিভা যেওনা ফিরে, চারদিক গাঢ় অন্ধকার
গাছেরা জড়িয়ে আছে না পাওয়ার শোক
দ্যাখো, শীতের এই তীব্রচ্ছটায় পৃথিবীর সকল পথে
মলিন বাতাস  তুলেছে মর্মরধ্বনি ;


তুমি যেওনা প্রতিভা, আর একটু পর
কৃষ্ণ পক্ষের চাদঁ ছড়াবে হলুদ রোদ
দূর বনে হেঁটে হেঁটে অনাত্নীয় শোনাবে সংগীত।


তুমি যেওনা,যেওনা প্রতিভা
বড় ভালোবাসি ওই হাসিঝরা আলোজ্বলা মুখ
কাছে এসে বসো,  হাত ধরো
দ্যাখোনা পৃথিবীতে এখন  তমসা ও ভয়   ?


আমার ওষ্ঠ্যের কাছে,  অতি কাছে  বুলাও পরশ
ভয় নেই,  হারাবো না আমি আর লোকালয় হতে
এসো,তোমার চম্পক আঙ্গুলে মুছে দাও চোখ
আমাকে সাহস দাও,  ভালবাসো,  আলো দাও
তারপর  বলো------ কি  সুর বাজাবো জীবনের
দুঃখ কে করবো আঘাত  !?
*******************************