একদিন মনে মনে খাতা ও কলম নিয়ে
ভীনদেশে গেছি প্রতিভার খোঁজ করতে
বাড়ী এসে দেখি     গোটা ভীনদেশ মিলে
চাচ্ছে, আমাদের প্রতিভাকে ভালোবাসতে।


রাজনীতি করি, কাব্য- কবিতা পড়ি
প্রতিভার ভারে সব
প্রতিভায় করে চামচা গিরি, টাকা কাড়াকাড়ি
প্রতিভাই বলে, " সব দিচ্ছি করে " ভাইসব, ভাইসব।


আমরা হলাম চাষা আর ভূষা খেটে খাওয়া মজুর
প্রতিভা কোথায় পাবো ?
প্রতিভার টানে জীবনের গানে, কঠিন পরিশ্রমে
সব ভাই মিলে যাবো ; যাবো প্রতিভার কাছে যাবো।
*****************************