আহা! এই হৃদয়ের রঙ নিয়ে
বাতাস উদাস যদি হয়, আকাশ আলো
ফাগুনের কুহু কাকলিতে
নতুন জন্মের স্বাদে দুঃস্বপ্নকে চায় মুছে দিতে
তাহলে কি আমাদের জীবনের চলা
তুমুল রাজনীতি তোষামোদি সত্য মিথ্যা বলা
ভূত্বকের উচু ঘরে হিম বসবাস
অজস্র সুখ ভোগ আনন্দ বিলাস
সময়ের বাঁকে পড়ে
খসে পড়ে যাবে একেবারে?


যদি এই কোমল মাটি ভেজা শিশির দূর্বায়
আমার চঞ্চল পা দুখানি পথ খুঁজে পায়
আমি রয়ে যাবো তবে, আমার স্বপ্নের কবিতায়।


যদি থামে তার গতি কখনো সম্মুখে বাধে মধুমতি
কলকল ছলছল না হোক বিচ্যুতি
যদি এই তুমুল যৌবন দিন
সকালের রোদের মতন হয় বিকেলের ছায়ায় মলিন।


আকাশে বাতাসে চাঁদে,অথবা পৃথিবীর পরে
পাখির আওয়াজে আর প্রণয়ের মৃদু কণ্ঠস্বরে
যদি পাই মন জুড়ানো কোন খোঁজ
সাজাবো পূজোর ডালি মাতাবো মনের ফাগুন প্রত্যহ প্রতিরোজ।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,