আমি বাবার অবাধ্য ছেলে বলে
বিতাড়িত হয়েছি পৃথিবীর পথে
বাবাকে ডাকতে পারিনা বাবা বলে
বোন কে পারিনা বোন বলে
ভাইকে ভাই বলে
কেননা পৃথিবীর পথে পথে আমি
খুঁজে পেয়েছি প্রেম, প্রেমিক আর প্রেমিকা।


মা তার বুকের দুধ খাইয়েছে
বাবা তার স্নেহ দিয়েছে
অথচ আজ আমি খুঁজে ফিরি প্রেমিকার কোল।
যেখানে শান্তিতে ঘুমানো যায়
যেখানে ভালোবাসা বাসা বেঁধে
প্রজন্ম সতর্ক পাহারা দেয়।


বাবার বুকে নেই সেই আগের উষ্ণতা
মায়ের বুকে নেই দুগ্ধের ধারা
হয়ত সে জন্যেই
কয়েকটি বসন্ত কেটে গেল যন্ত্রের দেশে।


এখন আমি নিজেই উজ্জীবীত সৈনিক বেশে
প্রেমিকার বুকে খুঁজি স্বর্গের ছায়া।


কেননা যদি পাই তার দেখা
হৃদয়ের তলদেশ, যোনি, শুভ্র উরু , মাংসল স্তন
বাবাকে বলে দেবো
মাকেও বলে দেবো
তোমাদের কাছে আমাকে আর যেতে হবে না।
*****************************
একটি অগ্রন্থিত কবিতা
রচনাকাল ২৪/০৮/১৯৯৩ ইং
বয়রা, খুলনা