রাত জেগে বসে থাকি
আসছে না ঘুম, আকাশ একাকী
তারা জ্বলা আলো অন্ধকারে দূরে কোথাও বারবার ডাকছে কুকুর
তাহলে কি চোরের উপদ্রব, নাকি জোয়ার চলছে উন্নয়নের
খুব তো বেশী চাইনি কখনো, দুমুঠো ভাত আর ভালোবাসবার মোহন অধিকার


আসছে না ঘুম
এ কোন দুশ্চিন্তা ভর করে আছে
সকাল হলে চড়া দামের ঘোরে বেরোতো পারিনা
রাস্তায় কিংবা বাজারে
কে মুছে দেবে মানুষের চোখের জল
হে উন্নয়ন
গ্যাসে বিদ্যুতে জ্বালানি তেলে কী আগুন জ্বালালে আবার
দেশও দশে ভালোবাসবার অপরাধে যদি মাশুল
দিতে হয় শ্রমজীবী সাধারণ মানুষের


আসছে না ঘুম
শাসকের অট্টহাসি নিস্তব্ধ রাতকেও ফালা ফালা করে
ওরা জানে মহামন্ত্রের বীজ কোন তারে বেঁধে দিলে
উড়ে উড়ে ভোটের সুবাস ছড়ায়--
ওরা জানে কোন মিহি সুরে বোল দিলে মানুষগুলো   একদম বোকা বনে যায়--
উপায়হীন মানুষ দলে দলে ভেড়ে আগামীর মিছিলে যেখানে কেবল গন্ধ ওঠে মাথাপিছু বেড়েছে রোজগার
অগাধ সম্পদ ব্রীজ কালবার্ট রাস্তা উড়বার
অথচ আমি দরিদ্র, জোটেনা ক্ষুধার আহার


তারপরও রাতজেগে বসে থাকি ক্ষুধাহীন
একটি ভোরের অপেক্ষায়