ছুটে এলে আহলাদে!
অমন আঁচলখানি দুলিয়ে দোদুল পায় নিতম্ব দুলে
কী নেবে তুমি?  কী চাই তোমার?


টগর, যূথী মল্লিকা বেলা মালতী, ওই তো শুভ্র মেঘ
মেঘের ছোঁয়া, নাকি ভাঙ্গা মন,বাড়ির পাশের নিঃসঙ্গ নয়নতারা!


নেবে না?  নিতে পারো রোদ্দুর ভোর
খেতে চাও শর্ষের তেলে মাখা মুড়ি, সিম আলু ভর্তা ভাতে, যদি চ্যাপা পুঁটি হয় তার সাথে ?
আহা! শীতরাত্রি শেষে অবগুণ্ঠনে ঢাকা প্রাতে।


আরো নেবে?  হিজলের ফুলে ভাসা জলের বিকেল
হরিৎ জোছনা মাখা চাঁদের কুসুম
বহ্নি চিতায় জ্বলা ভষ্মের ছাই !
আমিও তো রোজ দুঃখের চিতা গায়েতে মাখাই।


নিতে হলে নাও সাথে সমুদ্র গর্জাবে ফের
বিষাদের সঘন ঘন অন্ধকার
দূর হতে বিলম্ব কি আর!
কৈশোর পাড়ি দেই
এসো দেই রাত্রির সোহাগ!
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,