সার্বজনীন চকচকে রোদ
মাঠের পরে মাঠ হলদেটে ধানে ভরা
হলুদ হয়ে এলে ধানীমাঠ, কেন যেন বুকের ভেতরে আনন্দ নয় কান্নার বাঁশি বাজে
মাঠ হতে তুলে নিলে শ্রমের ফসল
ভেসে ওঠে চোখের আগামীতে নগ্ন সভ্যতার ছবি
যদিও ভরে ওঠে ক্ষুধার্ত পেট, তবু চোখে তৃষ্ণার নদী


জানো কিনা রৌদ্রতপ্ত নগ্ন মাঠেরও কান্না আছে
যেমন করে ভরা যৌবনাবতী কুলবধু শরীর ঢাকতে
আঁচলের হাহাকারে হাত বাড়ায়--
যেমন করে শীত শেষে নতুন করে সাজবার আশায় বৃক্ষগুলি ন্যাড়া হয়ে যায়


তারপর....
তারপর বসন্ত এলে মাঠের সুরভী ধরে
মেঘ ভেসে যায় দক্ষিনের জানলায়
ফুল পাখি নদী আর নারীর শরীর জুড়ে নামে মাঠের কোলাহল