রোজ কাপড় কাচা সাবানে আমাকে কাচি
তোমাকে পারিনা
ধোপা দিয়ে রোজ ধুতে চাই মন
মাকড়সা এসে জাল পাতে বারবার, ঘৃণা আর সংশয়
দেখো না পৃথিবীতে আজ বড় তমসা ও ভয়!


ধুলোর আস্তরণে ঢেকে গেছে আগামীর পথ
বদ্ধ বাতাসে লিখে রাখা মৃত্যুর ঠিকানা আমার
চারিদিকে কান্নার গুমোট অন্ধকার
পাখিরাও মেতে নেই উৎসবে
এমন কি দেখতে চেয়েছিলে তবে ?


রোজ কাপড় কাচা সাবানে আমাকে কাচি
তোমাকে পারিনা
পারিনা পরিস্কার করতে মন
কিভাবে পারবো, সমাজ, রাষ্ট্র দেশ !
কখনো থামবে কি দুঃখ, যন্ত্রণা আর মানব সাজানো বিদ্বেষ?


রোজ সাবানে আমাকে কাচি
তোমাকে পারিনা।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,