সন্ধ্যার লাল রঙা আভায় কে  তুমি চুপিসারে
কলার মোচায় ঝুলে থাকা বাঁদুরের পাখা ঝাপটানির মতো কি কথা কয়ে গেলে
কি সংবাদ জানায়ে গেলে কানে কানে !!
মলিনতা পায়নি এখনো হৃদয়ে।
আমার কাঁপন সেই যে ঘিরে আছে উদ্বাহু জীবনকে ধরে
বারোয়ারী কোকিলেরা কেঁদে কেঁদে ফেরে
ফুল ফুঁটে ঝরে পড়ে আবার ফোঁটার প্রত্যয়ে
মরা জোছনা ক্ষয়ে ক্ষয়ে ধরণীর বুকে আঁধার নামে
ভরা পূর্নিমা দেখবে বলে
যুগ যুগান্ত ;
তৃষ্ণার নদী হারায়নি প্রহর
অপলক চেয়ে চেয়ে ক্ষয়িত নয়নের বারি শুকায় নয়নে।


এই সেই সজনে তলা, কাঠবাদামের গাছ, যুঁথিফুলবন
জলপাই পাতা
এই সেই কৃষ্ণচূড়া,একটি লাল পলাশের ফুল! আলপথের দু 'ধারে শরমে মুষড়ে পড়ে লজ্জাবতী লতা! ভরা যৌবন!
এই সেই না ঘুমানো ছেলেদের দল, এখনো হল্লা করে ফেরে ঘোষের ঘাটের মাঠে অথবা মধুমতি তীরে।


মাঝে মাঝে ধ্বনি শুনি জোরে- সোরে, শুনি ওগুলো তোপের, আনন্দের!
আমার আনন্দ আসে নাই ফিরে, এখনো সে
বসে আছে সুখ-স্বাধীনতা ফিরিয়ে আনবে বলে।


ও 'সুখ! ও ' স্বাধীনতা! তুই না এলে তো সে আসবে না ফিরে!
তুই আয়রে স্বাধীনতা, পিতার জমিনে!!!