সাধের মানুষ
=========


ওলো সই, ওই মাঠে উড়ছে ধুলো, তাপে গুড়ো ক্ষেতের মাটি বাতাসে আগুন ঝরে মেঘ কবে আসবেরে ফিরে! কবে সেই ডেকেছিল মাঘের কোকিল, দেহ রঙা ফুল কবে ফুটেছিল, মৌচাক ভরা মধু কবে তুলেছিল সাধের মানুষ! মাগীর দেহের টান না মিটিয়ে ছেনাল নাগর এমন তাপিত দিনে বাড়ায় দহন। ওলো সই, দেহে জ্বলে হলুদ আগুন!  কত আর রোজাদার হবো দিবানিশি ? পশ্চিমে ওঠে চাঁদ পূবাকাশে বারবার কালো অমানিশা, বেঘোরে হঠায় প্রাণ, চারিদিকে টানাটানি খুব, নাগর আমার এখন আছে কোনদ্যাশে ? এখনো যে রয়েছে নিশ্চুপ।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,