অনেকটা মন ভালো বলে
আজ আর কবিতা আসেনি  ধারে কাছে
কখনো গলা বাড়িয়ে বললো না ফুল নাই, পাখি নাই
শরত এখনো মেলে দেয়নি আকাশ
দূরাগত ট্রেনের হুইসেল বাজলো না
কার কাছে বলে যাবো
আমি আর কাঁদবো না, কাঁদাবো না চোখের জলে
আমি আর নামবো না কোনোরূপ কোনো কোলাহলে।


আজ অনেকটা মন ভালো বলে
দোয়েল কানের কাছে গায়নি গান, কাঁঠালের ঘ্রাণে
মৌ মৌ হয়নি ঘর, জোয়ারের জলে ভরে ওঠেনি শ্যাওলা পড়া ঘাট, মন ভালো বলে সব ঠিকঠাক।


আজ কোনো কষ্ট নেই
কোনো কবিও আসেনি আজ
কবিরা দুঃখী হয় বলে দুঃখ দুঃখ ভাব আসেনি।


খয়েরী টিপ পরে কেউ একজন বলে গেলো,
ভালো আছি, তুমিও ভালো থেকো খুব।


আসলেই কী ভালো আছি??  
*********************
টুঙ্গিপাড়া,