চোখর সামনে দিয়ে
হেমন্তের শিশির ঘেরা
শহুরে সকাল
হাঁটি হাঁটি করে চলে যায় গন্তব্যে
আকাশের কান্না থেমে
তীব্র রোষের দাহ ছুটে আসে
পিচ ঢালা রাস্তায়,
প্রতিভার চোখে ভীড় ঠেলে
হৃদপিণ্ডের দাহ জ্বেলে দেয়
আশার দিপালী আলো ;
আহামরি জীবনটা বাঁচাবার প্রচেষ্টায়।


তারপর ধীরে ধীরে তেজ  কমে আসে আকাশের
ঘুম নেমে আসে প্রতিভার চোখে।


ছেড়াভূড়া কাগজ আর পলিথিন
জমা করে নিশ্চিন্তে শোয়
উদভ্রান্ত শহরের রাস্তায়।


শিশিরের শব্দের সাথে
যবনেরা ছুটে আসে
যৌনাঙ্গের উত্তেজনা হাতে
তারপর -------
তারপর তীব্র হাহাকার!
**************************************