প্রমত্ত পদ্মা আর জলতরী কোথায় পাবো?
কোথায় পাবো মেঘ আর ইলশে গুড়ি, কুবির মাঝি
সাত আসমান ভর করে আসা অভাবের সংসারে
নদীই যেখানে ছিল বাঁচবার একান্ত আশ্রয়
সে নদীই ভাসালো কতো শহর বন্দর জনপদ
সে নদীই আজ মুখ লুকিয়েছে প্রায় বালুকা বেলায়।
তবু যতটুকু রোশনাই ছিলো বাকী
আজ তার বুকের ওপরে সাঁকো
বিজলীর মতো পার হয় ও'পাড়ার ভুবন মাঝি ।


জীবনের জলছবি আঁকতে আঁকতে ভুলতে বসেছে রংতুলি
মনের ভেতরে আজ আঁকি এক দারুণ সভ্যতা
মুঠোফোনে রাখি খোঁজ নভোমণ্ডল হতে ভূমণ্ডল,
অন্তর থেকে প্রান্তর, জলস্থল হতে হৃদস্থল।


বাজলেও বারোটা হৃদয়ের কী এসে যায় তাতে ?
কেবল মমি গুলো নড়ে চড়ে বসেনি এখনো
নীলনদ হোয়াংহো মহেঞ্জোদারো হরপ্পা ইস্তাম্বুল কিংবা অভিশপ্ত পম্পেই মহাকালের সাক্ষী আজও
কাল মহাকালে শাপের বরপুত্র চাইনা মোটেই
নীতির ঐতিহ্য থাকুক সময়ের বাতি জ্বালবার।
________________________