সমাগত
=========
--শরীফ এমদাদ হোসেন
তাং ১১-০৮-২০২০


বহু ত্যাগে বাড়িয়েছি সচেতন হাত
যতপারো মুচলেকা নাও, যতপারো লিখে নাও শোক
লিখে নাও আমাকে দিয়ে
কাল আর বাড়াবো না অসুখী দোকান
কাল কিন্তু মুঠো মুঠো সুখ এনে ভরে দেবো দুঃখী মাচান
রাখবো না এই বাংলায় দুঃখের জীবনের চাষবাস।


কাল ফুলে ওলি এসে চুষে নেবে কস্তূরী  ঘ্রাণ
ভোরের পাখিরা গাবে আবছায়া মায়াভরা তান
আমলকি তলে এসে ডাকবেনা করুন রোদন
সোনাঝরা রোদ্দুর খেলে যাবে দূর চেনা গাঁয়।


কাল এসো, আজ কিন্তু ঢাকবো কবর  পুরাতন, জ্বরা মরা অনিশ্চয়তা। ঢেকে দেবো কফিনের মায়াভরা
কান্না যত, শোক গাছে লাগাবো স্বীকৃতি আগামীর।


এখনো চেয়ে থাকা স্বপ্নদের বেচবো না অমৃতের হাটে
এই  প্লাবন ভূমিতে জাগুক চেতনার চারা
শোকের প্রাচীর ভেঙ্গে জ্বালাবো আগুন মাঠে ঘাটে
দুঃখী বাংলা নয় ধনে জনে মনে হউক বাংলা আমার সারাটা দিবস রাতে।
***************************
টুঙ্গিপাড়া,