এখনো আমি কবিতা বুঝিনা জানো ?
জানো কিনা আমি ঘর করি যার সাথে
সে-ই বোঝে কবিতা সবার আগে
রুদ্র স্বভাবে কম যদি পড়ে কিছু
বোঝায় আমাকে কবিতার কারুকাজ।


কবিতা এখন পল্টনে নেই আর
কবিতা এখন মহামারি  চিৎকার
কবিতা এখন যেখানে সেখানে গড়াগড়ি খাওয়া লাশ
কবিতা নীরব নিথর এখন প্রেসক্লাবের পাশ
কবিতা এখন হাসপাতালের বেডে
ডাক্তার নার্স সরকারের উপহাস
কবিতা এখন ধানকাটা মওশুম, ক্যামেরার ফ্লাশে
তকমা আঁটা দুল দুলে উন্নয়ন
কবিতা এখন পথেঘাটে  হাঁটা ক্ষুধার বিচ্ছুরণ
টেলিভিশনের পর্দায় ভাসা হাসির উচ্চারণ।


তুমি কি জানলে হবে??
প্রতিদিন যারা খবরের বলি হয়
তারাইতো জানে কবিতা কাহারে কয়
যেমন গনস্বাস্থ্যের জাফরুল্লাহ কবিতা বোঝেনা বলে
প্রতিদিন তার ডায়ালেসিস হয় দেহে
কবিতা এখন ঘৃণা করে তাকে খুব
হায়রে দেশের দুঃখের দিনে কবিতারা নিশ্চুপ !


(এভাবেই হলে) খুব বেশী দেরী নেই
পথঘাট হবে কবিতায় সয়লাব
দিনশেষে হবে সারাদেশময় হাহাকার সন্তাপ
বোঝাবে চরম কবিতার বাজখাই।


এখনো সময় আছে
বুঝে নাও কবিতা
পাঠাও পত্র আকাশের ঠিকানায়
আরো কিছুদিন ঘরে থেকে বিছানায়
মনের মতন চাষ করো কবিতা।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া, #জন্মান্তর_কবিতাগুচ্ছ