১♦
লেনদেন
======
মুগ্ধ চাঁদের মতো একমুঠো সুখময় কবিতা হোক এই মায়াবী সন্ধ্যায়
হোক সে স্বপ্নের আলিঙ্গন ছোঁয়াছুঁয়ি লেনদেনা একমুঠো রজনীগন্ধায়।


২♦
আকুতি
=======
কবেকার কোন বিদায়ের ক্ষণে বলিলে বন্ধু এসো
কাটে দিবস, মাস, বছর আর এলে না এখনো
তবু ও বলবো অমন করিয়াই প্রিয়জন আমায় ভালোবেসো।


৩♦
ঠিকানা
======
নিরন্তর কথার বুননে মনের দুয়ারে জন্মাক স্বাধীনতা
কবিতার হোক সঠিক ঠিকানা
সঠিক নিশ্চয়তা
মুগ্ধ  চাঁদের পড়শিই হোক, হোক আঁধারের আলো
কবিতায় শুধু প্রেম পারিজাত কবিতায় বাসি ভালো।


৪♦
রাধুনি
======
রাঁধুনি কতরকম মশলা দিয়ে রাঁধে তরকারি
সুঃস্বাদু হবে বলে
কবি ও শব্দ বুনে চলে রাতদিন চিত্ত উদারী
সুর-মূর্ছনা হবে তাহলে।


৫♦
আগামী
======
এ কালের কবি হয়ে সেকালের লেখা!
ওই যে পার হয় উত্তরাধুনিক কাল
ভালো করে চেয়ে দেখো, যায় পূবাকাশে দেখা
সে আলোর রেখা ধরে এসো নতুন নতুন শব্দ বাক্য উপমা অলংকারে কবিতা হোক শেখা।


৬♦
বাঁচা মরা


কোন অসুখী ক্ষুধা
মৃত্যু জরা যন্ত্রণায় হারাও নিজেকে, জানো কি ?
দেখো চেয়ে সম্মুখে অসীম আকাশ
সন্ধ্যার আঁধারে  জ্বলে আলোর জোনাকি।
***********************************************