ভাসবো, ভেসে যাবো বহুদূর, দূর অজানায়
যদি আসে প্রেমের জোয়ার
বিলীন হতে হতে রেখে যাবো ছাপ
ঝড় জল রোদ্দুরে যতই বাড়ুক পৃথিবীর উত্তাপ।


গাইবো, গেয়ে যাবো জীবনের গান, সন্ধা সকাল
যদি আসে সুর, যদি হয় প্রাণের সঞ্চার
মনখোলা কথাগুলো গেঁথে দেবো সুই আর সুতোয়
ফুল হোক পাখি হোক কিংবা রাতের আকাশ


দেখবো, দেখে যাবো আকাশের চাঁদ, চাঁদ কালো
যদি না সে ধার করে রোদ, রোদের ঝলক
তুমিও সুন্দর নও আমাকে বিহীন,তুমিতো আমারই ছবি
যাই আর আসি, কেবল সাক্ষী থাকে চিরটাকাল আকাশের রবি।
__________________________
টুঙ্গিপাড়া,