হাত বাড়ালেই চাঁদের কিনার জোছনায় ফোটা ফুল
হারানো স্মৃতি, কৈশোর বেলা পাড়া গাঁ' র স্কুল


মন বাড়ালেই জামরুল বন চোখাচোখি সেই ক্ষণ
আর কি আসিবে মোহনিয় সাজে সম্মুখে সেই জন ?


ফিরলে অতীতে নাটক মহড়া, গান বাঁধা তাল সুর
হায়রে আমার জোনাকির হাট শীতরাত কতদূর ?


রোশনাই ভরা চাহনিরে ঘিরে কত রাত গেছে জেগে
দ্যোতনার সেই আলাপচারিতা রাগে আর অনুরাগে
ফসলের মাঠে যেমন আঁকে ঢেউ  দেয়া আলপনা
তেমন করেই সাজিয়েছিলাম;আহা! দুটি মনে কল্পনা।


হঠাৎ সেরাতে এলো এক ঝড় বৈশাখী নাকি অন্য
আমি আর সে সকলের কাছে হলাম অচ্ছুৎ বন্য।


হাত বাড়ালেই সুখ আসে না মুঠো মুঠো আসে স্মৃতি
এখনো পাবো না? অমল ধবল ভালোবাসা স্বীকৃতি?
******************************
টুঙ্গিপাড়া,