বুঝলে না ?
ভালোবাসার অপর পিঠে থাকে অভিমান
স্বপ্নের নিকটেই কান্না জড়ানো শোক
বিষাদ কোন কালিমা নয়
ঘুম হয় তৃষ্ণার সরোবর, উদাসীন চলে যাওয়া।

বুঝলে না ?
আমার সকালটা অবেলায় আসে
রাত্রি  জাগরণ ওর থেকে ছিল ভালো
তুমি কেন এলেনা দরজায়
ফাগুন বাতাস ওই চলে যায়
দেহের সুতোনড়ি দস্তুরমতো পাঠায় খবর
কত আর পোহাবো দহন দেহের
এসো,খোলো তুমুল শাড়ি ভালোবেসে অঙ্গার করে তোলো সবুজ সময়।


বুঝলে না ?
সনাতন প্রেমে গা ভাসিয়ে উদাসীন হেঁটে লাভ নেই
উল্লাসে মাতো চাঁদ তারা আঁকো ফলকে তোমার বেদনায় লাগাম টানো স্বজোরে আবার
দুয়ারে প্রস্তুত হোক খুশীর গাড়ি।
*****************************
তাং১১/০৬/২০২০