সীমান্তের ওই পারে থাকা মেয়ে তুমি
যা ভাববার ভাবো
তুমি ছিলে আদরের বোন নয়তো দিদি
তোমাকে দেখার সাধ......
একদিন ইচ্ছে হলে তুমি এপারে আসতে পারো
নয়তোবা আমিই যাবো।


আমাদের পূর্ব পুরুষ
ধর্মকে পুঁজি করে দিয়ে গেছে উপহার
হিংসের কাঁটাতার--


যা তুমি ভাববার... ভাবো
এই শারদীয়া উৎসবে তোমাদের উঠোনের কোণে
ইচ্ছের পাখনা মেলে হয়তোবা একবার যাবো


সীমান্তের মেয়ে তুমি শোনো--
চিঠি দিও, আমাদের খবরাখবর নিও
আমাদের দাদু দিদা কে কেমন সে খবর একবার দিও।
এই মাটি এই জল এখনো যে অবিরল
শেকড়ের গান গায়
মনে মনে কথা কয় আবার কখনো কি এক হবো ?


★আজ একটি দুর্ঘটনাই ঘটে গেলো। পোস্ট করা কবিতায়  আপনারা বেশ কয়েকজনে মন্তব্য করেছেন। মন্তব্যের রিপ্লাই দিতে অসাবধানতায় পুরো কবিতাটি ডিলেট হয়ে গেলো। আমার এ অসাবধানতার জন্য কক্ষমাপ্রার্থী★