প্রতিভাকে জানিয়ে দিয়েছি কাল
কবিতা এখন আর ভালো লাগেনা বলে
নির্বাসনে যাবো আমি কালাপানি অথবা প্রবাল দ্বীপে
জং ধরা কবিতাকে কেন অযথা ঘষতে যাবো আবার ?
প্রতিভার জল ছল ছল চোখ
কয়ে গেলো প্রাণের গীটারে, "হরিদ্রাভ তুমি
কবিতাকেই আকড়ে আছ বহুদিন ধরে
কেন মিছে অভিমান কর ? "


কবিতাই কবিকে চাঙ্গা করে রাখে,
কবিকেই ভালোবেসে স্বপ্ন দেখায়
অজানা আচমকা ঢেউ লাগে প্রাণে
কেন যেন চিন চিনে ব্যাথা করে ওঠে
উহ্ ! সে যে এক সত্যের আলাপ
কবিতাকেই তো ভালোবেসে একমাত্র
কংকাল হয় কবি - হোক না সে নির্বাসন
হাজার দূরে প্রতিভার থেকে।
*************************
রচনাকাল ২৭-৯ -১৯৯৬
নান্দাইল, ময়মনসিংহ