একদিন আমিও ভালোবেসেছিলাম
তোমার মতো ফুল,পাখি আর শরতের আকাশ
বাদুরের অজস্র পাখা ঝাপটানি
বাতাবি লেবুর ঝোপে,কলার মোচার আড়ালে আড়ালে
সুঘ্রাণের বাতাস ; জলভরা দু'চোখের চাওয়া
দিগন্তের ওপারে ফেরা ভালোবাসার রংমশাল।


একদিন আমিও ভালোবেসেছিলাম
সজনে তলার না ঘুমানোর দলে, পালা করে ফেরা
আকাশ কাঁপানো স্বরে, গেঁয়ো পথে ছড়ানো গানে গানে হেঁটে যাওয়া মানস অবয়ব ;


তারপর কেটে গেছে বসন্ত অনেক
হিজলের ফুলে ভাসা ক্ষণিক সময়ও আর
জাগেনা কখনো মনে, গাজনের গানের
সময় জোটেনা আর
পরিশ্রান্ত জীবনের ব্যস্ততার শেষ কোথা বলো
ভালোবাসার রঙ্গিন খাঁচাটিরে তাই
তুলে রেখেছি প্রিয়তমার চোখের খোড়লে
সময় হলেই ও' ভাঁজ খুলে দেখবো বলে।
★★★★★★★★★★★★★★★★★★★★★
রচনা০৭-০৯-১৯৯৫ইং
সোনাডাংগা, খুলনা