সভ্যতার বুকে হুল ফুটিয়ে, চলে গেছে গান বালিকা
সে যদি আর না করে গান
কেবল সুদূরের বাঁশি যদি বেজেই চলে
আর ঘটবে না কখনো গন অভ্যুত্থান।
*
আর কখনো জয় হবে না নিশ্চয়
পিছু হটি, যা-ই হয়
পাড়ার লোকেরা হাঁটে নারী আর পুরুষ একসাথে
পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে
হিরক রাজারে কই পুঁথি পুস্তক বই পোড়াও সমুদয়
চল ফিরে গুহাবাসে, কাঁচা মাছ মাংস সবুজ ঘাসে
প্রাকৃতিক ভক্ষণ সভ্যতায়।
*
বুক চিতিয়ে শাসনের ভার তুলে নিক প্রকৃতি আবার
ইজ্জতই নেই যার, লুটে নেবে সম্ভ্রব কি তার?
এসো দেখে নাও সবই তো উদার
মানুষ আর প্রকৃতি আবার মিলেমিশে হোক একাকার।
*
কী হবে এতো শিখে এতো লিখে ?
পৃথিবীর রঙ ক্রমশ মানুষই করেছে ফিকে
হীন স্বার্থের বদান্যতায় অযুত বছর থাকবে না টিকে তোমারই জয়গান গাইবেনা চিরদিন চিরটাকাল দশদিকে।  
*
তবে কেন লোভের হাত বাড়াও হে, লোভের মানুষ!
একটু থমকে দাঁড়াও
ভেবে নাও, মারছি মানুষ হীনস্বার্থের অযুহাতে
যুগে যুগে যু্দ্ধ, মারী আর বানানো মড়কের উৎপাতে।
*
মারণাস্ত্র!  তুমি নিষ্ক্রিয় হও, হও তুমি মানবিক বোমা
কল্যাণে, সৃষ্টিতে, ভালোবাসায় হও তুমি সকলের অন্তরে জমা।
*
সভ্যতা!  ফিরে এসো আপন আলোয়
জীবন মৃত্যুতে আনো প্রকৃতির আপনার গতি
আবার বাঁচতে দাও, সাজতে দাও আসুক প্রগতি।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,০৩/০৬/২১