খুলে দেবো সবকটা জানালা
ঝরে ঝরে পড়ুক বিষণ্ণতার মেঘ, বের হয়ে যাক সব দুঃখ কষ্ট জ্বরা
আমার করতলে এঁকে রাখা ভাগ্যগুলো
সব দিয়ে দেবো
আমার পরমায়ু, গেঁথে রাখা বুকের কবিতা
আমার কৈশোর, ভালো লাগা গাঁয়ের কালো কুচকুচে মেয়ে, দোয়েলের শিস দিয়ে ফেরা
আমার ফেলে আসা স্মৃতি, মধুমতী নদী
সব দিয়ে দেবো
সন্ধ্যার আলো আঁধারি
পড়ার টেবিলে লেখা পত্র মেঘের
একহাঁটু কাদাজল পেরোনো পাঠশালা
শালিকের ছানা খোঁজা মুহূর্ত গুলো
সব দিয়ে দেবো
শুধু থাক সুখ চাবি দরিদ্রের হাতে
থাক তার পেটপুরে দুইবেলা খাদ্যের অধিকার
দূর হোক ঘরে ঘরে আর্তের চিৎকার।


খুলে দেবো হৃদয়ের সবকটা জানালা
শুধু থাক চেনা গাঁর ক্ষুধার মানুষ ভালো
দেহের সচল গতি গড়তে আগামী
আমি না হয় আমার
সব দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো।
**************************
টুঙ্গিপাড়া,