আহা! আমিও ছিলাম বড় পক্ষপাতী একজন
বরাবরই জীবনের দিকে ঝোঁক ছিল বেশী
সহায় সম্পদে প্রেমে নারীর নরম দেহে।
বরাবরই ছিলাম আমি সময়ের সমস্ত ভুক স্বার্থপর লোভী এক ধূর্ত ইদুর ; কাটি বসে ক্ষেতের ফসল
নষ্ট করি অন্য মানুষ।


তাহলে আমিও কি ছিলাম স্বৈরাচার, ভোগবাসী চৈতের রাখাল? ভরা গাঙে অকূল তৃষ্ণার?
জনে জনে নয় প্রেম ভালোবাসার, কেবল ঘৃণার?


আমি তো চেয়েছিলাম হতে মানুষের মঞ্জুষার মুগ্ধতার মহিমার মৌনতাবাহক
চেয়েছিলাম হতে প্রিয়ফুল প্রিয়জন বিজন প্রতিভার
সময়ের সমূহ ইচ্ছুক
দুঃখীর দুঃখের আগুনে দিতে ঝাঁপ।


হলাম কি? নষ্ট প্রেতাত্মায় করে ভর
একালেই সব কি পেলাম ? কী  ছিলাম আর কীইবা হলাম!


আহা! জীবনের গহীন টানে সবই পরাজয় মানে
মানতে হয় জানি, ভুলে থাকি কোন অভিমানে?