যে মনটি সর্বক্ষন কাঁদতো অকারণ
যে মনটি একটি মায়ার বন্ধনে রেখে
আশান্বিত থাকতো অবিরাম
কত বিদগ্ধ রজনী কেটে গেলো তারপর
দেখা নেই, লেখা নেই--- নেই কোন অবয়ব।


কী কঠিন জীবন যাপন  ?


অসত্যের বন্ধন ঠুনকো হয় বলে বহুল প্রচারিত
শব্দের মাঝে,নিজেকে লুকাতে গিয়ে
সত্যিই যে অপারগ হয়ে গেছি আমি
কান্নাকে চাপাতে পেরেছি যদিও
অন্তরের রোদন যে ভারী করে তুলেছে
ভালোবাসার সুবেষ্টনী আকাশ!!


এমনি করে করে কাঁচামনের কোণে
ভালেবাসার ঘুণ ধরিয়ে এসে
আমূল করেছি সর্বনাশ এদিক ওদিক ;


কি এমন আনন্দ ছিল ?
বেদনাই যে কুরে কুরে দিলো ইদুঁরের মত
অয়োময় মন !!!