একটা অলিখিত চুক্তি হয়েছিল তার সাথে
আজো আমি ভাঙ্গতে পারিনি
আজো আমি পারিনি ফেরাতে অনুকাল পরিবেশ
নিষ্ঠার বাগানে কতই তো লাগালাম বেদনার চারা
ফোটেনি ফুল জ্বলেনি আলো, ভাসেনি আকাশে সুকল্যাণ বায়ু
কী করে মেটাবো ব্যর্থতার নিমগ্ন জ্বালা?


একথাও হয়েছিলঃ আবার যখন কমলাপুর হতে কিশোরগঞ্জে রেলে করে যাবো, তারে সাথে করে দেখতে দেখতে যাবো আমাদের ছোটবেলা
আবার যখন ফিরবো কৈশোরে, দোটানার বিলে হতে একবুক স্মৃতি নিয়ে হাতড়াবো জীবনের নদী-
আহা! এ নিঃস্ব মনের গায়ে সবুজ বেষ্টনী আঁকা যায় যদি!


খুলনায় ব্যস্ত সাইকেলে কাটানোর সেইকালেঃ
মরুময় হৃদয়ে জলের ছবি আঁকতে গিয়ে কতবার প্রিয়নাম এঁকেছি অন্তরে
সেই আঁকা ছবি আজো ঝুলিয়ে রেখেছি চোখের কর্নিয়ায়
জংশন হতে রেল লাইন ধরে হেঁটে হেঁটে যতবার
নিমগ্ন থেকেছি, তার নিষ্ঠার কাছে পৌঁছবার-
ভালোবাসবার মোহন বাঁশি নিয়ে সেই অলিখিত চুক্তিকে আজো পারিনি ভাঙ্গতে
সহজ বলেই সবকিছু সহজ তা কিন্তু নয়।
****************************