শোক বই খোলা হবে বলে ঘোষণা হয় বার বার
পাড়ার মসজিদে, মন্দিরে, ক্লাবে
শোক বইয়ে লেখা হবে শোক অকৃপণ হাতে।


দুঃখিনী মা হারালো সমস্ত সুখ ভবিষ্যৎ
পাড়ার স্বজনেরা নিয়ে গেল তারে, এত সস্তা মৃত্যু
এতটা দ্রুততার সাথে রেখেছে আগে কেউ কারে??


চিরকাল মানুষ আসে মরেও যায়, কিছুদিন বিলাপে থাকে কেউ, কিছু স্মৃতি কাউকে কাঁদায়, কেউ শোক শেষে ফিরে যায়, যার যায় সেই শোক বই হয়ে যায়।
আমৃত্যু তার বিলাপের ধ্বনি নিজেই শ্রোতা হয়ে শোনে, দুঃখ শোকে নিজেই নিজের পরমায়ু গোনে।


পাড়ার শোক বই কতটা মনে রাখে তারে
কতটা দুঃখ পেলে কতটা কান্না এলে ভুলে থাকা যায় একেবারে! কেবল শূন্যতায় অকারণ অশ্রু হয়ে ঝরে।
******************************
টুঙ্গিপাড়া,