কোথায় দাঁড়াবো আমি, কোথায় পাবো আমি বিশুদ্ধ বাতাস সামান্য নিঃশ্বাসের ?
বায়ুমণ্ডল হয়ে আছে নির্বান্ধব কবর শ্মশানপুরী
গাছেরাও ছাড়েনা নিঃশ্বাস
শীতরাত্রির মত জেগে থেকে আমিও নিঃশেষ হবো
এই ফুল এই পাখি এই নদীর ম্রিয়মাণ চলা
আকাশ রজ্জুর মাঝে জোর টানাটানি,কোথায় দাঁড়াবো আমি।


কোথায় বাড়াবো হাত
আঁতুড় ঘরের মত মোদো মাতাল গন্ধে আমিও ব্যাকুল, শৈশবের যত্নে ঘেরা ঘূর্ণিত দোলনায় কত আর দুলে যাবার স্বপ্নে বিভোর হবো


কোথায় দেখাবো স্বপন!
ঘুমহীন এই স্বেচ্ছার কারাগারে নির্জলা উপবাসে
চলার শক্তিহীনতায়, নিজেকে বারবার বসাই কাঠগড়ায়
দ্যাখোনা, দ্বেষের আস্তরণে এই মাঠ এই নদী খুইয়েছে  অনাবিল সুখ, কত আর খোয়াবো স্বজন
শোকস্থান ধুয়ে আসুক ভরসা দেয়াল।