অখিল, নগরীতে বহুকাল দেখিনা তোকে
এই শীতে কোনো কাপড় কি আছে তোর গায়ে
কোনো খাদ্য তোর উদরে পড়েছে কিনা কে কার খবর রাখে ; মানুষ ঘুরছে চড়া বাজারের পাঁকে
মনে চায় একবার দেখে যাই- বহুকাল দেখিনা তোকে


মিছিল স্লোগানে রাঙে না পল্টন গুলিস্তান শাহবাগ
এখন আর মানুষ আসেনা টিএসসি চত্বরে
বহুকাল দেখিনা সচল শিক্ষালয়
রাষ্ট্র রাজনীতি আর মারির বোঝাপড়ায়, এ এক দুর্দান্ত দুর্বৃত্তের দস্যিপনা বলা যায়। এখানেই প্রয়োজন ছিল তোর, এখানেই --
অখিল, কোথায় লুকালে বন্ধু এখনো আসেনি ভোর?


চেয়ে দ্যাখ চারদিক, বিষণ্ণ মলিন বেশে এই দেশে
কাকেরাও কাকের মাংস খায়, স্বপ্নের বিলাসিতায় উড়ে উড়ে বৃত্তবান আরো বিত্তশালী হয়।
বল তো অখিল, তোরই বা কি আর আমার মতো মানুষেরই বা কী হয় ?


চিরকালই দেশের অখিল যতোসব, শোষিত নিষ্পেষিত
অর্ধাহার অনাহারে ঘোরে উলঙ্গ রাস্তায়।


অথচ দেখতে চাই,  দিব্য চোখে যেন দেখতেই পাই
অখিল হাঁটে নগরে বন্দরে গ্রামে সবুজ শ্যামলিমায়
সুখ সমৃদ্ধির পথ রেখায়।
  -------------------------------------------