ভাবছি, পৃথিবীর ওপর মলিন কুয়াশা
কবে হবে দূর
কবে কোন স্বর্গের উর্বশী এসে
কাটিয়ে যাবে এই বাংলার পাদদেশে শীতের দুপুর।


ভাবতেই পারো,
ভয় পাই এই ভরা শীত, মলিন কুয়াশা,অকর্ষিত ছায়াবীথি বন্ধুর পিচ্ছিল পথ
হায়েনার রঙ থাবা, গহীন অন্ধকারে ঘষেটির  জালবোনা, বিনাশের তরল দু'হাত।


অথচ কী ভুলে গেছো ? সূর্যের মতো জ্বলে উঠেছিল
সাহসী যুবক কৃষক মজুর জওয়ান
মা-বোন পিতার জায়নামাজ
খোলা ময়দান পাহাড় জঙ্গল জলে তুলেছিল প্রতিবাদ সশস্ত্র আওয়াজ
এই সেই স্বদেশ ভূমি,লাল সবুজের ওড়ানো পতাকা
শহীদের ঋণে ঋণী
চিনি আজ তাহাদের চিনি, তবু যতটুকু জানি
হটেই যাবে সব, দুরন্ত আশা আছে মনে


নিশ্চয়ই সুখ হবে
আমার তোমার এদেশটার প্রতি জনে জনে।
***********************************************
টুঙ্গিপাড়া,