নীল খামে করে বহু পাঠিয়েছি বিষণ্ণতার মেঘ
কই ? কখনো তুমি করো নাই তো বেদনার উল্লেখ!
আরো পাঠিয়েছি চকচকে রোদ, উল্লাসী বৈকাল
তুমি এক নদী টলমল জল আমি তার শৈবাল


ব্যাথার পাহাড় সবটুকু চেপে খুশীর খবর ভরে
লিখে পাঠিয়েছি প্রীতি জানাবো সারাটা জনম ধরে
যদি সোনামুখ সামান্যটুক হাসিভরা অবয়বে
ফেরে একবার প্রণয়ের চোখে তাহলে কিন্তু হবে


জানি একদিন তুমি আর আমি থাকবো না ধরণীতে
চেনা জানা জন হারিয়ে স্বজন যাবো চলে দূর রথে
স্বপ্নের মতো ক্ষণিক সময় হেসে খেলে দুঃখে সুখে
জীবন নাট্যের শেষে যেন থাকি একে অপরের বুকে।